লিনেক্স এর সাথে আমার বাজার লি: এর চুক্তি।
তেজগাঁওস্থ বেঙ্গল স্কয়ারে লিনেক্স ইলেকট্রনিক্স বিডি লি: এর সাথে আমার বাজার লি: এর ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আমার বাজার লি: লিনেক্স ইলেকট্রনিক্স এর সকল পণ্য তাদের অনলাইনের মাধ্যমে ক্রেতা সাধারণের কাছে বিক্রয় করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন লিনেক্স এর সিওও গেলাম শাহরিয়ার কবীর এবং আমার বাজার লি: এর ডিএমডি মো: আশরাফুল আমিন। এসময় লিনেক্স ইলেকট্রনিক্স এর এ্যাসিসট্যান্ট মার্কেটিং ম্যানেজার মো: শফিকুল ইসলাম এবং সিনিয়র এক্সিকিউটিভ তানিয়া আক্তার সহ প্রতিষ্ঠান দুটির অন্যান্য কর্মকর্তাগণ ও উপস্থিত ছিলেন।