রাউজানের প্রখ্যাত ব্যবসায়ী লোকমান হাকিমের আমেরিকান ইলেকট্রনিক্স ব্র্যান্ডে লিনেক্স এর 86 তম এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
রাউজানের প্রখ্যাত ব্যবসায়ী মোঃ লোকমান হাকিম গতকাল ৯ ই জুলাই ২০১৮ তারিখে (সোমবার) পাহাড়তলী, রাউজান, ছত্তগ্রামের আমেরিকান ইলেকট্রনিক্স ব্র্যান্ডে লিনেক্স এর ৮৬ তম এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন। সেই সময় লিনেক্স এ র সিওও গোলাম শাহরিয়ার কবীরের উপস্থিত ছিলেন। লিনেক্স এর এই বিশেষ শোরুমটি খুচরা বিদ্যুৎ দ্বারা ফ্র্যাঞ্চাইজ করা হয়েছে, যার মালিক জনাব হাসান।
# অবস্থান: আরবি সেন্টার, পাহাড়তলী, রাউজান, ছাতগ্রাম, বাংলাদেশ। যোগাযোগ: ০১৭১৫৩৬৯৮১১