লিনেক্সের প্যাভিলিয়ন উদ্বোধন
সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের অংশগ্রহণে বিশিষ্ট সংগীত শিল্পী মেহরীন লিনেক্সের প্রেরণার প্যাভিলিয়ন (নং ৫) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপ সিএমও আফতাব মাহমুদ খুরশিদ, প্রতিষ্ঠানটির সিওও গোলাম শাহ্রিয়ার কবীর সহ লিনেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য লিনেক্সের সকল পণ্যে মেলা উপলক্ষে থাকছে সর্বোচ্চ ১০%-২০% পর্যন্ত ছাড়। লিনেক্সের প্যাভিলিয়নে পাওয়া যাবে এনার্জি সেভিং রেফ্রিজারেটর, স্মার্ট এল ই ডি টিভি, ইকো ফ্রেন্ডলি এয়ার কন্ডিশনার, অটোমেটিক ওয়াশিং মেশিন সহ লিনেক্স ব্র্যান্ড এর সবধরনের ইলেক্ট্রনিক্স পণ্য। সম্প্রতি লিনেক্স ব্র্যান্ড এর সাথে যুক্ত হয়েছে মোবাইল ফোন।