লিনেক্সের প্রেরণায় থাকুন মেহরিণের সাথে
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় লিনেক্স আয়োজন করল সেলফি সেশন- “লিনেক্সের প্রেরণায় থাকুন মেহরিণের সাথে”। শনিবার ১৩ জানুয়ারী বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্যাভিলিয়ন নং ৫ এ লিনেক্স সকল ক্রেতা ও দর্শনার্থীদের মেহরিণের সাথে সেলফি সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। উল্লেখ্য ঐ দিন লিনেক্স ডিআইটিএফ’১৮ এ তাদের “প্রেরণার প্যাভিলিয়ন” এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবে। এছাড়া লিনেক্সের সকল পণ্যে মেলা উপলক্ষে থাকছে সর্বোচ্চ ১০%-২০% পর্যন্ত ছাড়।