লিনেক্স ইলেক্ট্রনিক্সের ৭৭তম এক্সক্লুসিভ শো-রুম কক্সবাজারের মহেশখালীতে
লিনেক্স ইলেক্ট্রনিক্সের ৭৭তম এক্সক্লুসিভ শো-রুম কক্সবাজারের মহেশখালীতে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া। এ সময় অন্যদের মধ্যে প্রতিষ্ঠানটির চীফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবীর, দৈনিক আমাদের কক্সবাজার এর ভারপ্রাপ্ত সম্পাদক মো: সাইফুর রহিম শাহীন এবং জিগার ইলেক্ট্রনিক্স গ্যালারি’র স্বত্বাধিকারী মোঃ কায়সার আহমেদ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, “লিনেক্স ক্রেতাদের বিক্রয়োত্তর সেবা প্রদানে বদ্ধ পরিকর। আর তাই ইতোমধ্যেই দেশের ১৩টি গুরুত্বপূর্ণ স্থানে সার্ভিস সেন্টার স্থাপন করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে আরও ৩০টি সার্ভিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।”