লিনেক্স ইলেক্ট্রনিক্সের ৭৮তম এক্সক্লুসিভ শো-রুম কক্সবাজারের ঈদগাঁয়ে
লিনেক্স ইলেক্ট্রনিক্সের ৭৮তম এক্সক্লুসিভ শো-রুম কক্সবাজারের ঈদগাঁয়ে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চীফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবীর। এ সময় অন্যদের মধ্যে লিনেক্স ইলেক্ট্রনিক্সের সিনিয়র আর এস এম মোঃ রায়হান উদ্দীন চৌধুরী এবং মক্কা ইলেক্ট্রনিক্স গ্যালারি এর স্বত্বাধিকারী মোঃ আরিফ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চীফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবীর জানান, লিনেক্স ইলেক্ট্রনিক্স নিয়ে এসেছে নতুন মডেলের High voltage range (HVR) compressor–এর রেফ্রিজারেটর যা এখন দেশজুড়ে ১৫০-টিরও বেশী শো-রুমে পাওয়া যাচ্ছে।