লিনেক্স ইলেক্ট্রনিক্সের ৮২তম এক্সক্লুসিভ শো-রুম সাভারে
লিনেক্স ইলেক্ট্রনিক্সের ৮২তম এক্সক্লুসিভ শো-রুম সাভারে উদ্বোধন করা হয়েছে। শো-রুমটির শুভ উদ্বোধন করেন জনপ্রিয় সংগীত শিল্পী মেহেরিন। এই সময় আরও উপস্থিত ছিলেন লিনেক্স এর চীফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবীর এবং ওয়ান স্টপ ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী মোঃশরিফ খান (শুভ্র)। এ সময় লিনেক্স এর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, লিনেক্স বাংলাদেশের জনসাধারণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে প্রত্যেকটি পণ্য বাজারজাত করছে, যাতে সবাই সাধ্যের মধ্যে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের পণ্য ব্যবহার করতে পারে। উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ ছাড় ও মেহেরিনের সাথে সেলফি তোলার সুযোগ।