লিনেক্স এর সাথে ভারতের নারায়না হেলথ এর কর্পোরেট চুক্তি
অ্যামেরিকান ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড লিনেক্স এবং ভারতের ব্যাঙ্গালরে অবস্থিত এন এইচ পি এল এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। লিনেক্স এর চিফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবীর এবং এন এইচ পি এল এর ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার রানা ভট্টাচারীয়া স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী লিনেক্স এর এমপ্লয়ি এবং তাদের পরিবারের সদস্যরা নারায়না হেলথ এর সকল চিকিৎসা সেবার ক্ষেত্রে সর্বোচ্চ ১০% ছাড়ের সুবিধা সহ এন এইচ পি এল হাসপাতাল নেটওয়ার্ক এর আওতায় সকল সুবিধা পাবেন। উল্লেখ্য, নারায়না হেলথ ভারতের সেরা হাসপাতাল সমূহের মধ্যে অন্যতম, যেখানে ৩০টিরও বেশি স্পেশালটিজে উন্নত সেবা প্রদান করা হয়। এছাড়াও এন এইচ পি এল এমন একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবার পাশাপাশি সব ধরনের সহায়তা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করা হয়।