লিনেক্স এখন পাবনার ঈশ্বরদীতে
“জীবনের প্রেরণায় লিনেক্স সবসময় আপনাদের সাথে”- এই শ্লোগান নিয়ে অ্যামেরিকান ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড লিনেক্সের ৭৩তম এক্সক্লুসিভ শো-রুম এর শুভ উদ্বোধন হলো আজ পাবনার ঈশ্বরদীতে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চীফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবীর জানান, লিনেক্স ইলেক্ট্রনিক্স নিয়ে এসেছে নতুন মডেলের High voltage range (HVR) compressor–এর রেফ্রিজারেটর যা এখন দেশজুড়ে ১০০-র বেশী শো-রুমে পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে লিনেক্স এর সকল পণ্যের উপর ১০% ছাড় দেয়া হচ্ছে।
